donation-img

যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা সাতটি শীষ উৎপাদন করে, প্রত্যেক শীষে একশত শস্যদানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। [সূরা বাকার: আয়াত ২৬১] যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। [সহীহ বুখারী: হাদীস ৪৫০; সহীহ মুসলিম: হাদীস ৫৩৩]


যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। [সহীহ বুখারী: হাদীস ৪৫০; সহীহ মুসলিম: হাদীস ৫৩৩]

সদস্য আহ্বান

টিআরবিডি ফাউন্ডেশন কমপ্লেক্স প্রজেক্টে এককালীন কমপক্ষে ১০০,০০০ (এক লক্ষ) বা তদূর্ধ টাকা দান করে ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং এককালীন কমপক্ষে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) বা তদূর্ধ টাকা দান করে দাতা সদস্য হওয়া যাবে।

আজীবন সদস্য ও দাতা সদস্য হওয়ার জন্য এখানে ক্লিক করুন।

আজীবন সদস্য ও দাতা সদস্যগণ আমৃত্যু ফাউন্ডেশনের সদস্য থাকবেন। ফাউন্ডেশনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী তাঁদের পরামর্শ চাওয়া হবে এবং সময়ে সময়ে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে এবং সম্মাননা সনদ প্রদান করা হবে।

যা থাকছে টিআরবিডি ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সে

ঢাকা মসজিদের শহর। অথচ মসজিদ ভিত্তিক নানামুখী কল্যাণমূলক কাজ পরিচালিত হয়, এমন মসজিদ খুবই কম। টিআরবিডি ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এই অভাব পূরণে ভূমিকা রাখবে ইন-শা-আল্লাহ। ইন-শা-আল্লাহ টিআরবিডি ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের আওতায় থাকবে—

    ০১. আদর্শ জামে মসজিদ

  • মসজিদুল হারাম ও মসজিদে নববীর আদলে সালাত আদায়ের পাশাপাশি বিভিন্ন মেয়াদে নানামুখী দীনি কার্যক্রম পরিচালিত হবে।
  • মসজিদ কমপ্লেক্সের একপাশে শিশুদের জন্য প্লে গ্রাউন্ডের ব্যবস্থা থাকবে।
  • পুরুষদের পাশাপাশি নারীদের দীন শেখার এবং সালাত আদায়ের পৃথক ব্যবস্থা থাকবে।
  • মসজিদ ভিত্তিক শিশু ও বয়স্কদের শিক্ষার ব্যবস্থা রাখা হবে।
  • একপাশে অমুসলিদের কর্নার রাখা হবে; যেন তারা চাইলে স্বপ্রণোদিত হয়ে খুতবা শ্রবণসহ ইসলাম সম্পর্কে জানতে পারেন।

    ০২. জেনারেল ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক (অনাবাসিক) মাদরাসা

  • নারী ও পুরুষদের জন্য স্বতন্ত্রভাবে সাধারণ ও দীনি শিক্ষার সমন্বিত সিলেবাসের আধুনিক মানের (অনাবাসিক) মাদরাসা পরিচালিত হবে।
  • সাধারণ সিলেবাসের পাশাপাশি ধাপে ধাপে দশম শ্রেণীর মধ্যে হিফয সম্পন্ন করানো হবে।
  • যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যোগ্য আলেম হিসেবে গড়ে তোলা এই মাদরাসার অন্যতম লক্ষ্য।
  • দশম শ্রেণী থেকে শিক্ষার্থীরা পছন্দমত জেনারেল কিংবা মাদরাসায় উচ্চতর শিক্ষা অব্যাহত রাখতে পারবে।

    ০৩. টিআরবিডি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়

  • এই কার্যালয় টিআরবিডি ফাউন্ডেশনের দেশব্যাপী পরিচালিত সকল শিক্ষা, সেবা ও দাওয়াহমূলক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে পরিগণিত হবে। এখান থেকেই ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হবে ইন-শা-আল্লাহ।

    ০৪. শরয়ী সমাধান বিভাগ

  • এই বিভাগে সরাসরি বিজ্ঞ আলেম ও প্রশিক্ষিত মুফতীগণের সঙ্গে সাক্ষাত করে দীনি সমস্যার সমাধান জানা যাবে।
  • বিশেষ বিষয়ে টিআরবিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-সহ বিজ্ঞ স্কলারদের সঙ্গে সাক্ষাৎ করে শরয়ী সমাধান ও পরামর্শ গ্রহণ করার সুযোগ থাকবে।

    ০৫. বিনামূল্যে চিকিৎসাসেবাকেন্দ্র

  • গরিব-অসহায় রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা-সহায়তা প্রদান করা হবে।
  • ক্ষেত্রবিশেষ ওষুধ ও উন্নত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হবে।

টিআরবিডি ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স

দেশ, জাতি ও উম্মাহর কল্যাণার্থে পরিচালিত টিআরবিডি ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে টিআরবিডি ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। এই কমপ্লেক্সে একটি আদর্শ মসজিদ এবং যুগ-চাহিদা পূরণে উপযোগী ইসলামিক স্কলার তৈরির লক্ষ্যে সমন্বিত সিলেবাসের একটি আধুনিক মাদরাসাসহ বিভন্ন সেবা ও জনকল্যাণমূলক প্রকল্প পরিচালনার কেন্দ্র হবে ইন-শা-আল্লাহ।


  • অ্যাকাউন্টের নাম : TRBD Foundation
  • অ্যাকাউন্ট নম্বর : 20503100896523697
  • ব্যাংক : Islami Bank Bangladesh PLC.
  • শাখা : Badda, Dhaka
  • সুইফট কোড : IBBLHYTH
  • রাউটিং নাম্বার : 125260341

বিকাশ/নগদ মার্চেন্ট: 01912578965

  • 4000 ৳
  • 8000 ৳
  • 12000 ৳
  • 16000 ৳
  • 20000 ৳
  • 24000 ৳
  • 28000 ৳
  • 32000 ৳
  • Other

দান করুন ক্লিক করে আপনি আমাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতির সাথে সম্মত হন